খেল বাংলাদেশ,
খেল মন-প্রান দিয়ে।
শত হতাশার মাঝেও
আমরা স্বপ্ন দেখি
তোমাদের নিয়ে।
তোমাদের প্রতিটি উচ্ছ্বাসে
আমরা  হই অংশীদার,
তোমাদের কাছে তাইতো আমাদের
এতো বেশী আবদার।
তোমরা জিতলে,
জিতে দেশের ষোল কোটি মানুষ।
আবেগে,আনন্দে উড়ায়
রঙিন  ফানুস।
তোমাদের সঙ্কটেও
বেদনার মেঘ জমে
আমাদের চেহারায়।
নিজের অজান্তেই প্রার্থনা করতে থাকি
যাতে হতাশার মেঘটুকু কেটে যায়।
তোমাদের প্রতিটি বিজয়ে,
স্বাদ পাই সত্যিকার স্বাধীনতার।
হারলে তোমরা,হেরে যাই আমরা।
কষ্ট আর অভিমানে,
আমাদের ভিতরটাও হয় ছারখার।
পরক্ষনেই ভুলে যাই সব অভিমান,
বলিঃএটাই তো নয় শেষ,
জিতবেই জিতবে আমার বাংলাদেশ।