আমি কেন মানুষ হয়ে জন্মালাম?
আর জন্মালামই বা কেন?
আমি কি কখনও জন্মাতে চেয়েছিলাম?
জন্মালামই যখন,
তখন মানুষই বা কেন হলাম?
অন্য কিছুওতো হতে পারতাম।
একি আমার কোন পূন্য? পাপ?
নাকি তোমার দেওয়া অভিশাপ?
তুমি ঢের ভাল জানো,
আমি মানুষ হওয়ার যোগ্য নই।
তবু তুমি আমাকে মানুষই বানালে।
আমায় বিদ্যা দিলে, বুদ্ধি দিলে!
শুধু কি তাই? কাম,ক্রোধ, হিংসা- বিদ্বেষের বীজও আমাতে বুনে দিলে!
তারপর.......
কঠিন স্বার্থপর পৃথিবীতে আমাকে পুরো অসহায় করে ছেড়ে দিলে।
কি ক্ষতি হতো তোমার, আমি মানুষ হয়ে না জন্মালে?
যে মানুষ তুমি আমাকে বানাতে চেয়ে ছিলে,
আমি কি তোমার সেই মানুষ?
তোমার কোরআন- পূরাণ যে মানুষের কথা বলে,
সেই হিসাবে
আমাকে কি মানুষ বলা চলে?