-সেকি?তুমি এখনো ঘুমোওনি?
তোমার তো এমন হবার কথা নয়।
তোমার বিছানায়, তুমিতো কখনো
আমাকে মেনেই নাওনি।
শুধু বিছানা বলছি কেন?
তোমার জীবনেই আমি ছিলাম,
একটা কালো অধ্যায়।
তুমি এটা প্রায়শঃবলতে-
নির্দিধায়,অবলিলায়।
তোমার প্রতিটি অপমান,
আমায় করেছে নীল।
অথচ,প্রেমিক হিসেবে
তুমি ছিলে কতই না স্বপ্নীল।
তাই আমি বেছে নিয়েছি এই পথ।
ভয় পেয়োনা তুমি,
আমার কারনে কিছুই হবেনা তোমার।
এটা যে আমার করে আসা শপথ।
তাছাড়া আমি লিখে এসেছি-
আমি যা করলাম স্বজ্ঞানে,
একান্ত ব্যক্তিগত অভিমানে।
কেউ যাতে তোমাকে দোষী না মানে,
আমার অবর্তমানে।
তাছাড়া পোস্টমর্টেম রিপোর্ট টাতেও তো
কিছুই নেই।
থাকবে কি করে?
শরীরের ব্যবচ্ছেদতো করাই যায়,
সেখানে কি ক্ষত-বিক্ষত মনটাকে পাওয়া যায়?
আরে, আমার ছানাটা কেমন আছে?
ওকি এখনো ঘুমের ঘোরে আমাকে ডাকে?
আমার একটা অনুরোধ,
ওকে এতো ভালবাসা দিও তুমি
যাতে মনে না পড়ে ওর মা কে।
অনেক রাত হলো ঘুমাও।
একি তুমি কাঁদছো কেন?
তুমিইতো চেয়ে ছিলে
আমা হতে মুক্তি।
তোমার যোগ্য আমি নই,
এজন্য তুমি দেখাতে
কত রকম না যুক্তি।
যাগ গে সেসব কথা,
অযথা নষ্ট করোনা মাথা।
তুমিও হয়তো একসময়
তোমার পছন্দের কাউকে
পেয়ে যাবে,
আমার ছানাটাও হয়তো আমাকে
ভুলে যাবে।
সব কিছুই হয়তো সাবেক নিয়মেই
চলতে থাকবে।
কিন্তু, কিন্তু আমি কি পাবো
বলতে পারো?
ছিঃছিঃ কাঁদছো কেন?
আমি আবার আসবো
তোমার একাকিত্বে,শুন্যতায়,
তোমার স্তব্দতায়,রাতের নীরবতায়।
তুমি আমায় এড়াবে কিভাবে?
আমি যে এখনো ভালো বাসি তোমায়।