তোমার কাছে চা'বার নেই
বিশেষ কিছু।
তুমি আমাকে এমনিতেই দাও
অনেক কিছু!
তার পরেও জীবনে অভাব বোধ করি।
কিসের অভাব?
না,না,গাড়ি, বাড়ি আর বিলাসী  জীবন,
রাখেনি আবেদন।
আমি সর্বদাই চেয়েছি এক আলোক বর্ষের-
সরল জীবন!
তুমি আমাকে সেই পথেই নিচ্ছ বলে,
তোমাকে ধন্যবাদ!
শুধু মাঝে মাঝে আমাকে সুখ ধার দিও।
একচিলতে সুখ!
যেখানে আমি আমাকে খুঁজে পাবো,
আমাদের মধ্যে।
পৃথিবীর সবকিছুই তুচ্ছ তখন এই-
আমার কাছে,
যখন আমি থাকি তাদের সান্নিধ্যে।
সবকিছুর ঊর্ধ্বে আমি তখন।
ভুলে যাই সব,ভুলতে সাহায্য করে ঠিক -
আফিম যেমন।
জীবনের দৌড়ে  আমি  তোমার কাছে
শ্রেষ্ঠত্ব চাইনা,
শুধু তুমি মাঝে মাঝেএক চিলতে সুখ,
ধার দিও।
এক বিকেলে,
  এক সন্ধ্যায়, নয়তো কোন অবেলায়!
আমি তবু-
রইবো এক চিলতে সুখের অপেক্ষায়।