সব কিছুতে এখন আর সত্যি খুঁজতে নেই।
কথায় কথায় সত্যি খুঁজে কি লাভ?
চার দিকে যখন শুধু-
মিথ্যা আর মিথ্যার সীমাহীন সয়লাব।
বড় অসময়ে তুমি সত্যের সন্ধানে নেমেছো।
আজ যা সত্যি,কাল যে তা মিথ্যা হবে না কে বলতে পারে?
আজকের পৃথিবীতে বড় দ্রুতই সব কিছু রং বদলায়।
সবচেয়ে বেশি বদলায় মানুষের মন।
এখন তো এটাও বলা মুশকিল,
কে পর,কে বা আপন।
এখন আর কাজ করেনাকো কোন চিরন্তন সমীকরণ!
ঋতু বদলানরও তো একটা সময় লাগে।
কিন্ত, মানুষের মন?
বদলাতে কতক্ষণ?
আর একারণেই সম্পর্ক বদলায়, বন্ধুত্ব বদলায়,
ইতিহাস বদলায়,ক্ষমতা বদলায়,
প্রশংসা বদলায়,গালি বদলায় যখন -তখন।।
রং বদলের এই খেলাঘরে-
হতেই থাকে সত্য-মিথ্যার পরিবর্তন!
কাজেই খুঁজো নাকো কোন কিছু চিরন্তন।