শরীরের ওয়ারিশনের অভাব নেই।
বৈধ, অবৈধ সে যাই হোক।
একই শরীরের মালিকানা
বদলাতে থাকে এক হাত থেকে আর এক হাত।
মালিকানার দখলদারেরা তাদের অধিকার ছাড়তে নারাজ।
এক্ষত্রে হাতিয়ারও ভিন্ন ভিন্ন।
কখনও ধর্ম,কখনও সমাজ,কখনও বা আইন।
যখন যার দখলে- সে সব কিছুর মালিক!
অধিকারের ষোলআনা বুঝে পেতে চলে না কোন আপোষ।
বেচারা শরীর! সম্পর্কের বেড়াজালে ফেঁসে গিয়ে,
হয়ে যায় খামোশ।
ধীরে ধীরে হারতে থাকে শরীর-
নিজের স্বপ্নের কাছে,শক্তির কাছে,আবেগের কাছে।
একসময়ে শরীর থেকে নি:শ্বেস হয়ে যায়,রূপ,যৌবন,
রক্ত, রস সবকিছুই।
শুধু দেখে মনে হয়-
কখনো এ একজন মানুষ ছিল।
তখন অক্টোপাসের মত জড়িয়ে থাকা ওয়ারিশগণ,
আস্তে আস্তে মুখ ফেরাতে থাকে।
পড়ে থাকে বেচারা শরীর -
শেষ নিলামের অপেক্ষায়।
নিলামের ডাক উঠে শূণ্যের কোটায়।
শেষ-মেস নিলামটাও অসমাপ্ত থেকে যায়।