এতো সময় সময় কর কেন?
পৃথিবীর বয়স কি তোমার বয়সের চেয়ে কম?
নাকি তোমার জন্মের কয়েক হাজার বছর আগে থেকেই পৃথিবী নিজের জায়গাতেই আছে?
আসল কথা কি জানো?
পৃথিবীতে প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ,কিন্তু পৃথিবীর জন্য অপরিহার্য নয়।
তুমি না থাকলে পৃথিবী তার গতিপথ পাল্টাবে না,
কিংবা থেমেও যাবেনা।
তবে গতি পালটে যাবে ঐ সমস্ত মানুষদের, যারা তোমার একটুখানি সান্নিধ্য পেতে-
অপেক্ষার প্রহর গুনে।
ঘোরের মধ্যেও তোমার আওয়াজ শুনে।
তোমাকে নিয়ে স্বপ্নের জাল বুনে।
অথচ,তাদের এই আবেগের মুল্যায়ন করছো তুমি-
সময়ের তারাজু দিয়ে!
জীবনের "রেস" যদি কখনো তোমাকে এত্য দূর নিয়ে যায়,
যেখানে তুমি নিজেও চিনবেনা নিজেকে;
থাকবেনা অপেক্ষায় থাকা মানুষগুলো বা তদের কোন পদচিহ্ন!
সেদিনও সময় রবে!
প্রকিতির নিয়মেই রাত হবে,দিন হবে।
তুমিও হয়তো পাহাড় সম ক্লান্তি নিয়ে চেয়ে রবে-
কারো অপেক্ষায়!
কিন্তু তোমার জন্য হয়তোবা আর কারো অপেক্ষা রবেনা!