কেমন আছো শৈশব?
কতদিন হয়ে গেল তোমাকে ছেড়েছি!
এ জীবনে হয়তো তোমার সাথে আর কখনো দেখা হবে না।
তবু তোমাকে বেশ মনে পড়ে ।
জানিনা কেন?
মাঝে মাঝে মনে হয়,
সব কিছুর বিনিময়েও যদি
তোমাকে আবার ফিরে পেতাম,
কতই না ভালো হতো!
তোমাকে ছাড়বার পর জীবন টাই বদলে গেছে ,জানো?
তুমি নেই বলেই-
জীবনে নির্মল, নির্ভেজাল আনন্দ নেই।
কত দিন প্রাণ খুলে হাসি না, তার হিসেব নেই,
এখন চাইলেও হাসতে পারি না।
অথচ,তুমি যখন ছিলে,
কত অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল,
হাসি থামাতে না পারার জন্য।
তোমাকে খুব তাড়াতাড়ি আমকে ছাড়তে হএছিলো
কিছু কৃত্রিম সুখের জন্য।
আমি এখন বড় একা শৈশব, বড়ই একা!
মনের গহিনে, কিসের যেন অভাব,পুরটাই ফাঁকা!
কিন্তু,আমার অবসাদে,একাকিত্বে,
তোমার সাথে কাটানো
আমার অতীত নিয়ে ভাবি,
তোমাকে নিয়ে ভাবি।
ছুঁইয়ে আসি স্বর্গের দ্বার।