সব কথা সবাইকে বলা যায়না।
মুখে বলাই যায়, আমি তোমাকে অনেক ভালবাসি, নিজের চেয়ে বেশি বিশ্বাস করি!
কিন্তু শেষ-মেস এর প্রমান দেওয়া যায়না।
কারন?
কারন তো বহু আছে।
সম্পর্ক, সম্মান, আভিজাত্য কিংবা হারানোর ভয়।
সবার জীবনেই কতগুলো অতীত থাকে।
যার হয়তো সাক্ষী -প্রমাণ ও খুব একটা থাকেনা।
কিন্তু, সে অতীত গুলো জগদ্দল পাথরের মতো বুকে চেঁপে থাকে।
চাপ কমাতে মনে হয়,
প্রকাশ করেই ফেলি এবার।
কিন্তু সম্মানের ভয়, হারানোর ভয়, বাধা হয়ে দাঁড়ায়।
কারো সাথে পিঠে পিঠ লাগিয়ে ঘুমানোই যায়,
গালে গাল লাগিয়ে সেলফি তোলাই যায়।
ভালবাসার প্রমাণ রাখতে,
তাজমহলের মতো কিছু একটা গড়ে তোলাই যায়।
এতো সবের পরেও কি নিজেকে নিখাদ প্রমাণ করা যায়? যায়না।
সব কথা সবাইকে বলা যায়না।
কিছু কথা একান্ত নিজের।
যা কাউকেই বলা যায়না।
কখনো নিজের অজান্তেই সামনে এসে দাঁড়ালে,
সন্তর্পণে ঢেকে রাখতে হয় আমরণ।
তা না হলে শুরু হয় সম্পর্কের রক্তক্ষরণ।