সবই যখন রসাতলে,
লাভ কি আর কথা বলে?
বরং চলুক সবাই,
যে যার মত
ঢিলেঢালে-গোলমালে ।
যুগটা এখন অন্যরকম,
উঠে গেছে তাই,
লজ্জা শরম।
ব্যাক ডেটেট চিন্তা ভাবনা
তাই ছাড়ুন মাষ্টারমশাই।
তা নাহলে ভবিষ্যতে খাবেন গণধোলাই।
আগে শিক্ষক ছিলেন পিতা- মাতা সম,
শিক্ষার্থী ছিল সন্তান।
এখন আপনি শিক্ষা -গরু,
তাই সন্তান আপনার মাস্তান।
মশাই,পেটের দায়ে শিক্ষক আপনি
বয়ান দেয়া ছাড়ুন।
এ সমাজে আপনি এখন নিস্প্রয়োজন,
কাজেই নিজেকে নিয়ে ভাবুন।
তাছাড়া বই-টই পড়ে হবেটা কি?
মোবাইল একটা হলেই চলে।
সারাবিশ্বের হাল জানা যায়,
একটা মাত্র চাপ দিলে।
কোমলমতি শিশু ওরা,
অনেক কিছুই জানবে।
মাঝে মাঝে টান না দিলে,
গাঁজা - বিড়ির পার্থক্যটা,
বলি কিভাবে তারা জানবে?
ছোট থেকেই শিখবে ওরা
হরেকরকম অশ্লীলতা
আর নিত্যনতুন গালি।
স্কুলেতে হবে হাতেখড়ি
নানান দলাদলি।
রাতজেগে মোবাইল পড়ে,
সকাল সকাল উঠবে কি করে?
সপ্তাহে তাই তিন চার দিন-
ক্লাশ-টেলাশ মিস তো হতেই পারে।
তাতে কি আর আসে যায়।
ক্লাশ যদি না করে কেউ
পাশ কি কখনো আটকায়?
সেকেলে মাস্টার মশাই
খালি বই পড়ারই কথা বলে!
হাঁড়ি ঢাকার ঢাকনা নেই,
বড় বড় কথা বলে!
ক্লাশে আবার পড়াবে কী?
ইউটুব, গুগুলইতো এনাফ!
হাজার রকমের জ্ঞান সেখানে,
বোঝাও যায় সাফ।
আরে,ক্লাসে গেলে-
বই হাতে ধরিয়ে দিয়ে
সবার সামনে পড়তে বলে!
কার না বল মেজাজ জ্বলে!
আমরা পড়বো ক্যান?
পড়া,লেখা যা আছে,
সবই করবেন আপনি,
আর এজন্যইতো মাইনে নেন।