নাকে রুমাল চেপে ধরে আর কতক্ষণ?
আকাশ -বাতাস
প্রতিহিংসার বিষবাস্পে পরিপূর্ণ যখন!
আমি না হয় অতি সচেতন বলে-
বাঁচার বাসনায়
শক্ত হাতে নাকে রুমাল চেপে রাখবো খানিক ক্ষণ?
কিন্তু, আমার অবুঝ সন্তান? সহজ সরল বাবা-মা, কিংবা যারা আত্মার আপনজন?
তাদেরকেই বা আগলে রাখবো কতক্ষণ?
তারচেয়ে ঢের ভাল-
প্রতিহংসার আগুন জোরে সোরে লাগুক!
জ্বলে পুড়ে সাফ হয়ে যাক আমার মত নপুংশক -জনগণ।
কেউ কাঁদবে না কারো জন্য তখন।
এই জনপদ হোক-
রক্তপিপাসু, নরখাদকদের অভয়ারণ্য!
এখানে আনাচে -কানাচে জন্ম নিক,
পৃথিবীর যা কিছু জঘন্য!
যে জনপদে মনুষ্যত্ব থাকাটাই পাপ,
সেখানে মানুষ হিসেবে জন্মেই বা কি লাভ?
এ জনপদের প্রয়োজনেই,
বাড়ছে অমানুষের চাষাবাস!
এখানে মানুষ হিসেবে জন্ম নিলেই,
নেমে আসে চরম সর্বনাশ!