প্রিয়জন কখনো কখনো,
হয়ে যায় শুধুই "প্রয়োজন"।
তার কথা,তার সঙ্গ কিংবা
দেখা হওয়ায় থাকেনা কোন আবেদন।
যে থাকে জীবনে সবচেয়ে আপনজন,
সেও কিনা হয়ে যায় "অন্যজন"।
হয়তো করার কিছুই থাকেনা,
নয়তো কিছু হারাবার ভয়ে-
ইচ্ছে করেই কিছু করা হয়না।
যার জন্য অপেক্ষায় থাকাটা,
কখনো হয়ে থাকে বন্দনা,
সেই একই মানুষটাই হয়ে যায়-
জীবন পথের যন্ত্রনা।
কখনো কখনো প্রিয় মানুষটির-
নাওয়া-খাওয়া, পছন্দ- অপছন্দ,
জীবনে আনে পরিবর্তন,
আনে ছন্দ।
সেই মানূষটাই নাকি হয়ে যায়-
এক্কেবারে গোঁয়ার!
তার গোঁয়ার্তুমির জন্যই দেখা দেয় দ্বন্দ্ব।
কখনো সেই রঙ্গিন মানুষটিই
হয়ে যায় এক্কেবারে সেকেলে,
প্রাচীন ফটোগ্রাফের মত সাদা-কালো।
কখনো কখনো প্রিয় মানুষটির পাহাড়সম
অপরাধে ও হয়না কোন ভুল।
আবার কোন সময়ে-
অপরাধের মাত্রা যদিও বা হয় "এক চুল",
এজন্য ও দিতে হয় কোঠিন মাশুল।
কখনো কখনো সম্পর্ক টা মনে হয়,
এ যেন অনন্তকালের।
কখনো বা হয়ে যায় ক্ষণিকের,
কোন মতলব হাসিলের।