অভিমান আর অপমানের পার্থক্য
যদি নাই করতে পারলে,
তাহলে কি করে এতোটা সময়-
তুমি আমার সাথে কাটিয়ে দিলে?
চল ফিরে যাই দু'দশক পিছনে।
কত না চড়াই -উৎরাই ছিল,
দুজনেরই জীবনে!
নিশ্চয়ই সেসব অতীত জমে কনক্রিট
হয়ে আছে তোমার মনে!
প্রত্যাশা আর প্রাপ্তির বিচারে,
আমি কিন্তু শুধু তোমাকেই চেয়ে ছিলাম,
বিনিময়ে কি কি পেয়েছিলাম,
তুমি ঢের ভাল জানো।
কিসে আমি কষ্ট পাই,অপমানিত বোধ করি
তাও তুমি জানো।
তা হলে এতো সব কেন?
তুমি শুধু জেনে রেখো-
আমার ভালোবাসা আর ঘৃণা দুটোই প্রবল।
আমার কাছে যিনি যা পান,
তিনি তার প্রাপ্যতা অনুযায়ীই পান।
এটাই আমার শিষ্টাচার,কালচার।
যদি কখনো আমার বদলে যাওয়া,
তোমার অনুভূতির দেয়াল ভেদ করে যায়,
সেই ধকল সইতে পারবে তো?
তুমি আজও বুঝলে না,
কত গভীর আমার অপমানবোধ,
আমার অভিমানের গভীরতাই বা কত?