অসমাপ্ত আসর
************** শামীম আশরাফী
সিগারেটের একটি প্যাকেট।
সিগারেট কয়েকটি ব্রান্ডের।
রুচির পার্থক্যে এই রকমফের।
তিন প্যাকেট চিপস,
এক বোতল কোল্ডড্রিংকস!
ফিরে পাওয়া ছেলেবেলা,
ছেলে বেলার ক'জন বন্ধু!
ধোঁয়ার কুন্ডলী, চিপসের কুড়মুড়,
পাওয়া না পাওয়ার গল্প,কবিতা,
গান-
কতযে তোমাকে বেসেছি ভালো.........!
সেই ছেলে বেলার বাঁধভাঙা হাসি,
বাস্তবের আঁচ পেতেই নীরবতা।
তারপর,
হারিয়ে ফেলা বন্ধুর স্মৃতিচারণ,
বিষাদময় জীবনের গল্প!
হঠাৎ আসা একটি ফোনকল-
"ক'টা বাজে?"
তখনই বোঝা যায় রাতের গভীরতা।
ছুটে চলে দুটি মোটরসাইকেল-
বহনকরে ছেলেবেলা।
কতযে তোমাকে বেসেছি ভালো.....!