যদি কখনো মনে হয়,
আমাকে জীবনসঙ্গী  করাটা তোমার সিদ্ধান্তের ভুল ছিল।
যদি কখনো  মনে হয়,
তোমার প্রতি আমার ভালবাসা, নিছক অভিনয়  ছিল।
যদি কখনো মনে হয়,
তোমাকে বলা আমার বাস্তবতা, মিথ্যাচারে ভরা ছিল।
যদি কখনো  মনে হয়,
তোমাকে ঠকানোই আমার উদ্দেশ্য ছিল।
যদি কখনো মনে হয়,
আমাকে বহু আগেই তোমার ছেড়ে যাওয়া উচিৎ ছিল,
সেদিন তুমি আমাকে দেওয়া চিঠি গুলো পড়ে নিও।
আমি, তোমার লিখা প্রতিটি চিঠি আজো রেখেছি
স্বযত্নে,আমার ভাঙা আলমারিটায়।
তুমি আজ পর্যন্ত আলমারি টা খুলেও দেখনি,
চরম অবহেলায়।
আমি যদি নাও থাকি,
তুমি পেয়ে যাবে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর,
একথা বলতে পারি নির্দ্বিধায়।
সেদিন তুমি নিশ্চয়ই বুঝবে,
আমি তোমাকে আপন করে নিয়েছিলাম,
নয় কোন শরীরী সৌন্দর্য বা বৈভবের আশায়,
বরং তোমার দৃষ্টিতে "রঙহীন ভালবাসা"য়।
হয়তো,
আমি ওপারেও থাকবো অপেক্ষায়..........
যদি কখনো আমার প্রতি তোমার অবহেলা কেটে যায়!