আমার কবিতায় প্রতিটি শব্দে প্রেম ঝরেনা,
ঝরে কষ্টের দীর্ঘশ্বাস।
আমি এঁকেযাই কপাল পোড়াদের আজন্ম সর্বনাশ!
আমার কবিতার উপজীব্য শুধু  নয়কো
প্রেমিক- প্রেমিকা,
বরং ওরা-
যাদের নিয়ে নেই কোন আলোচনা,উদ্যোগ কিংবা কোন ভূমিকা।
তাই বুঝি জ্ঞানী-গুনী কবিগণের,
আমার লেখার প্রতি ভীষণ অবজ্ঞা!
করুক গা!
আমি অতি সাধারণ!
কবিতায় আমার সৃষ্টিও আমারই মতন!
আমি গুরুগম্ভীর আবেগ সৃষ্টি করতে পারিনা।
আমার ভেতর যে একেবারেই প্রেম নেই,
ব্যপারটা তেমন নয়।
কিন্তু সবার প্রেমের বহিঃপ্রকাশ একই হবার তো কথাও নয়।
আমি চেয়ে দেখি নিজের অজান্তেই নিত্যদিন
ঘটে চলেছে কতশত বিয়োগান্তক ঘটনা।
বিষাক্ত বাতাস, রক্তিম আকাশ,সম্পর্কের বিষবাস্প-এগুলোর কোনটাই চোখে পড়েনা।
পড়লেও মনুষত্ব জাগেনা!
তাই আমি এঁকে যাই জীবনের যত যাতনা।
এগুলো হয়তো বিজ্ঞ কবিগণের কাছে কবিতা হয়না।
না হোক!
কিন্তু,এখানে কি থাকেনা,জীবনবোধের বায়না?
কবিতা না হোক!
হোক না নিজের সরূপ দেখার আয়না!