অনুভূতিগুলো আমার অজান্তেই মরে যায়।
আমারই অযত্নে - অবহেলায়।
চলে যায় দূর অজানায়।
স্বপ্নগুলো ডানা- মেলার আগেই,
কারা যেন এর পালকগুলো,
ছিঁড়ে নিয়ে চলে যায়।
স্বপ্ন ভাঙ্গার যে কী কষ্ট,
অনুভূতির অবর্তমানে,
দেখানো বড় দায়।
কিছু অনুভূতি পৃষ্ঠ হতে থাকে,
জীবন যুদ্ধের রোজকার যন্ত্রনায়।
মুল্যহীন হয়ে যায় -
কাছের মানুষের এক চিলতে হাসি,
অভিমানের গুরুত্ব কিংবা কারো অপেক্ষা।
নিরাশার মরুভূমিতে বেদনাবিধুর জীবন!
যেখানে অনুভূতিগুলো রোজই মরে যায়,
কোন না কোন ব্যর্থতায়,
অন্তহীন হতাশায়।
কেউ যখন আমার কষ্টের ঢেউ গুনতে চায়,
কারণ জানতে চায়,
আমি হয়ে যাই নিশ্চুপ! অসহায়!
কারো হাসি কিংবা কান্না,
আমাকে চেনা - না চেনা,মানা- না মানা,
সবই এখন অনায়াসেই সয়ে যায়।
অনুভূতিগুলো এভাবে রোজই মরে যায়।