ধর,অনাকাঙ্ক্ষিত ভাবে যদি কখনো আমার মৃত্যু হয়,বাহিরে কোথাও ; ঘরের ভিতরে নয়।
তখন তুমি কি আমায় দেখতে যাবে?
ধর, গেলে।
দেখলে, আমারই গায়ের জামা খুলে আড়মোড়া করে বাঁধা রয়েছে আমার দুটো হাত।
শরীরটা উপর থেকে ফেলে দেওয়া হয়েছে বলে গিয়ে ঠেকেছে ময়লার ভাগাড়ের কিনারায়।
শরীরের কষ্টগুলো নীল হয়ে উঁকি দিচ্ছে অনাবৃত শরীরের বিভিন্ন জায়গায়।
তখন তোমার অনুভূতির উত্তর কি হবে?
সেটা না হয় নাই শুনলাম।
দুর্বোদ্ধ চেচামেচি আর হৈচৈ !
কিছু মিথ্যা আপসোস।
থানা -পুলিশ , মিডিয়া,আর লাশ টানা ডোমের অপেক্ষা।
পরিবারের বিলাপ,আমার এতোদিনের বন্ধু,শত্রুদের মিশ্র আলাপ।
তার পর ময়নাতদন্ত শেষে দাফন।
সবাই চলে গেল আপন আপন।
ইতোমধ্যে আবেগের প্লাবনে সৃষ্ট জোয়ার মিশে গেছে মাটিতে। ভাগাড়ে।
অতঃপর, তুমি একদিন জানলে আমি আত্মহত্যা করেছিলাম। আমাকে কেউ হত্যা করেনি।
তখনও কি তুমি "হত্যার বিচার চাই" বলে চেঁচাবে?
নাকি ভাববে "অসম্ভব কি?সবাই যখন বলছে আত্মহত্যাই হতে পারে!"