শীতের দীর্ঘ,নিস্তব্দ রাত।
চার দিকে নীরব,শুনসান।
দেওয়ালে টাঙানো ঘড়িটার -
নিরন্তর শব্দ টিক টিক,
নানা অশুভ চিন্তায় ব্যকুল হৃদয়,
এরই মাঝে আঁধারে ঘাপটি মেরে থাকা
টিকটিকিটা বলে উঠেঃঠিক ঠিক ঠিক।
মাঝে মাঝে হাওয়ায় দুলে,
পাতায় লেগে থাকা শিশির ঘরের টিনে
পড়তে থাকে টপ টপা টপ।
অদূরেই বাঁশঝাড়ে ক্ষুধার্ত খেক শেয়ালী
ডেকে উঠেঃবাওফ.......বাওফ!
বুকের খাঁচায় হিম অনুভূতি।
যদিও ডাক্তার অনেক আগেই বলেছেঃবৃথা চেষ্টা
তবু আজ কেন বাঁচার জন্য চরম আকুতি?
কত বারই না বলেছি বৃথা এ জীবন,
এর থেকে ঢের ভালো হতো,
যদি হতো মরণ।
তবে আজ কেন এতো ভয়?
প্রত্যেক জীব কে তো মরতেই হয়।
আমার হৃদয় কোন যুক্তি মানতে রাজি নয়।
কি অদ্ভুত নির্মমতা? জীবনে সঙ্গে থাকাটা,
পুরোটাই অভিনয়।
আসলে কেউ কারো নয়।
আহা একী পরাজয়!
একী পরাজয়!