তুমি জন্মাবার আগে,
তোমার জন্মের হয়তো গ্যারান্টি ছিলো না।
কিন্তু, যেই মাত্র তুমি জন্ম নিয়েছো,
মৃত্যু তার বার্তা দিয়ে রেখেছে যে,
সে আসবেই।
"মৃত্যু " সে যে অমোঘ সত্যি;
সময় হলে আসবেই।
তবু্ও মৃত্যুর আগে মরে যেতে নেই।
আগামী কালের জন্য তোমার ভবিষ্যৎ বাণী,
সত্যি হলেও হতে পারে,নাও তো হতে পারে!
বিমর্ষ একটি আগামীর জন্য -
আজকের দিনটাকে বিসর্জন দিতে নেই।
মৃত্যু তো আসবেই!
কখনো অসুখ হয়ে,কখনো বার্ধক্য হয়ে,
কখনো বা নিছক দূর্ঘটনা!
যতক্ষণই আছি,থাকিনা একটু ভালোর কাছাকাছি!
বেঁচে থাকতে, অমর হয়ে থাকতে,ধনকুবেরের খ্যাতি পেতে-
বৈধ, অবৈধ কত রকমেরই না আয়োজন!
আচ্ছা,এর সবটুকুই কি প্রয়োজন?
ভালোসার মানুষগুলোর জন্য কি এই দৌড়- ঝাপ?
এজন্যই বুঝি জেনে-বুঝেই করে চলেছি -
সীমাহীন পাপ?
ভাবছি কি কখনো, চলে যেতে রেখে গেলাম-
কি পরিমাণ অভিশাপ!
চলে গেলে তো আর ফিরে আসা নেই।
কবরের "এপিটাফে" লেখা হাজারো বিশেষণ,
সবি যে মিথ্যে তখন.... একেবারে নিষ্প্রয়োজন।
মিথ্যে তখন পৃথিবীর প্রতিটি সম্পর্ক,
মিথ্যে সব আপনজন।