আমি মরে গেলে তুই কষ্ট পাবি?
কেন পাবি বলতো?
তুই বলছিস- আমি তোর আপন?
আরে বোকা!
এখানে কেউ নয় কারো আপন!
কেবলি স্বার্থ আর প্রয়োজন,
বলতে পারিস-
ক্ষণিকের প্রিয়জন!
যে মরে যায়-
সে তো পুরো একা হয়ে যায়,
তার সব স্বজনেরা হারিয়ে যায়।
সেও আর কারো স্বজন থাকে না।
এ পৃথিবী তাকে আর মনে রাখে না।
আমি জানি-
তুইও রাখবি না।
আমি অবশ্য প্রত্যাশাও করি না।
বিশাল মরুর বুকে-
দু'ফোঁটা চোখের জল
'আমি' পর্যন্ত পৌঁছাবে না।
তাহলে তুই মিছে কেন কষ্ট পাবি,
আমার চলে যাওয়ায়?
তার চেয়ে বরং ভুলে যাস,
মুক্তির স্বাদ মিলে
কাউকে ভুলে যাওয়ায়।