মৃত্যুর মিছিলে আমাদেরই কেন ঠেলে দাও?
তোমাদের স্বার্থসিদ্ধির জন্য,
আমাদেরই কেন বলি দাও?
কি দোষ আমাদের?
আমরা তো প্রচন্ডরকম কষ্টেও উহঃ পর্যন্ত করিনা।
আমাদের মাথার ঘাম পায়ে পড়ে গোড়ালি পর্যন্ত ডুবে যায় বলেই, তোমরা এসির বাতাস পাও।
আমরা নেহায়েত মূর্খ বলেই,
তোমরা আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে -
আমোদ কিংবা প্রমোদ ভ্রমণে যাও।
আমাদের প্রতিটি অকাল মৃত্যু, তোমাদের জন্য এক একটি উপলক্ষ্য।
আমরা তোমাদের কাছে কীটসম,
ক্ষমতাই তোমাদের লক্ষ্য।
তোমাদের মায়াকান্না আমরা ভালই বুঝি,
আমরা তাও কিছু বলিনা।
তোমরা আমাদের ভোট কেড়ে নাও, ভাত কেড়ে নাও, ভিটে নাও, বাড়ি নাও,
আমরা তাও কিছু বলিনা।
তোমরা আমাদের গাড়িতে পিষে মারো,
খাদ্যের বিষে মারো,
আমরা তো তাও কিছু বলিনা।
আমরা তোমাদের কি বা বলতে পারি?
ক্ষমতার জন্য জনতা এখন থোড়াই দরকারি?
কিন্তু, আমরাও তো মানুষ?
আমাদের রাগ কোথায় ঝাড়ি?
বেসামাল হয়ে বউ মারি, বাচ্চা মারি,
কখনো বা গলায় দড়ি পরি।
এভাবে কি বাঁচা যায়?
তোমাদের রাজ্যে আমরা বরাবরই অসহায়!
আসুক বন্যা, করোনা আর ডেঙ্গুর মত মহামারি!
নিয়ে যাক আমাদের হাজারে, হাজারে-
জঞ্জাল মুক্ত হোক তোমদের রাজ্য-
অতি তাড়াতাড়ি!
জীবন যখন শুয়োরের ভাগাড়,
লা-ওয়ারিশ কুকুরের মতো,
আমরা নরকবাসী, নরকে ফিরে গেলেই
তোমাদের ক্ষমতার জন্য কতই না ভালো হতো!!