যদি এমন এক মনোরম দিনে আমার মৃত্যু হতো,
যেদিনে-
আমার ভালবাসার,ভালো লাগার মানুষ গুলো
অন্ততঃ আমার শেষ বিদায়ে আমায় দেখতে পেতো।
জীবনে মানুষ হিসেবে আমি খুব,সাদামাটা একজন!
কাউকে পরকল্পিতভাবে কষ্ট দেয়ার কথা আমি ভাবতেও পারিনা।
তবুও মানুষ তো!
কে জানে,কষ্টের তীর নিজের অজান্তেই হয়তো হেনে দিয়েছি কিছু মনে!
তারা হয়তো এতোদিন অভিশাপ দিয়েছে আমায়,নয়তো ফেলেছে দীর্ঘশ্বাস!
আমি চাই আমার বিদায় বেলায় তারাও আসুক।
সব অভিমান ভুলে অন্ততঃ একটি বারের জন্য হলেও দেখুক,
আমার প্রাণহীন মলিন  মুখমণ্ডল আর নিথর দেহখানি!
সেও আসুক, যে কিনা ছিল আমার জীবনে সবচেয়ে অভিমানী।
আমি চাই আমার মৃত্যু হোক একটি কামনার মৃত্যু।
যেখানে থাকবেনা কোন তাচ্ছিল্য, কোন অবহেলা।
সেখানে থাকবেনা কোন লোক দেখানো-
মিথ্যা আয়োজন।
আমি এই বিশ্বাস নিয়ে মরে যেতে চাই,
আমি যাদের ছেড়ে গেলাম-
তারা সবাই আমার আত্মার সারথি,
অতি আপনজন।