আজ আমি তোমার কাছে ভালবাসার মানুষ হলেও,
কোন নিকট ভবিষ্যতে তোমার শত্রুও হতে পারি।
সেদিনো কি আমার কথা এভাবেই মনে থাকবে?
আজ আমার জন্য যে অপেক্ষা ,
কোন দিন হয়তো অন্য কারো জন্যও এ অপেক্ষা হতে পারে।
তখনো কি আমার কথা মনে থাকবে?
তোমার গায়ের গাঢ় নীল,আর গালের কালো তিলে-
আমি যেভাবে বিমোহিত হই,
অন্যকেউ যদি এভাবেই তোমাতে কখনো বিমোহিত হয়,
সেদিনও কি আমাকে মনে থাকবে?
তোমাকে জেতাতে -
আমি বরাবরই তোমার কাছে হেরে যাই।
আমার অবর্তমানে-
তুমি যদি বরাবরই কারো কাছে হেরে যাও,
তখনও কি আমাকে মনে থাকবে?
আমার সাময়িক অবর্তমানে তুমি যেভাবে আমাতে ডুবে থাকো-
এই অবর্তমান যদি সীমাহীনকালের জন্য হয়,
তখনও কি আমাকে মনে থাকবে?