বড় অদ্ভূত মায়ায়
জড়িয়ে যাচ্ছে জীবন।
মায়ার কারণেই
বড় চঞ্চল থাকে এ মন।
মাঝে মাঝে প্রশ্ন করি-
এ কোন অসুখে জড়ালাম নিজেকে?
কেন এতো মায়া আমাতে,
স্বার্থের এই পৃথিবীতে?
অবশ্য -
নিজের জন্য কখনো মায়া হয় না,
আপশোষ হয়,
অন্যদের মতো হতে না পারায়।
প্রতিজ্ঞা করি বদলে যাবার,
স্বার্থের তারাজু দিয়ে লাভ-ক্ষতি মাপবার!
পারি না তো!
হেরে যাই কোন অব্যাক্ত মায়ায়।
মায়ার দংশনে হৃদয় নীলাভ হয়ে যায়।
অকারণেই কান্না পায়,
ভিতরটা ওলোট-পালট করতে থাকে-
ভূমিকম্পের মতো।
আমি দেখাতে চাই আমার ভিতরকার যত ক্ষত!
কিন্তু, শেষ-মেস পারি না তো!
আটকে যায় কোন অদৃশ্য মায়ায়।
মায়া বড় খারাপ অনুভূতি!
মায়া কেবলি বিলীন করতে শেখায়,
হারতে শেখায়,ভুলতে শেখায়!
জানি না তো,এই মায়ার শেষ কোথায়?