কেউ বিশ্বাস করতে চায় না কেন যে,
আমি এখনো বেঁচে আছি?
কেউ বিশ্বাস করতে চায় না কেন যে
আমিও একজন জীবন্ত মানুষ!
আমারো ক্ষুধা লাগে, মাথা গোঁজার ঠাঁই লাগে,
অসুস্থ হলে চিকিৎসা লাগে,
ইজ্জত ঢাকতে কাপড় লাগে!
এসব প্রয়োজন মেটাতে আমার পুর্বপুরুষের পাপের কারণে,
ঘাম ঝরিয়ে,রক্ত পানি করে টাকা কামাতে লাগে।
আমার নাম,খ্যাতি, কোটা কিংবা গর্ব করার মত বংশ পরিচয় নেই।
তবুও এই সমাজেই থাকা লাগে।
বাজারে যুদ্ধ করা লাগে,
টিসিবির ট্রাকের সামনে লাইনে দাঁড়ানো লাগে।
ধনীদের বাজারে স্বপ্ন ভাঙার অপরাধে,
নিজেকে মানুষ ভাবতে ঘেন্না লাগে।
তবু আমিতো কাউকে কিচ্ছু বলি না।
এর পরেও যখন আমারই সন্তানের বুকে গুলি লাগে,
আমার স্বপ্ন চুরমারকারীদের বিরুদ্ধে আনীত অভিযোগ, তুলে নেওয়া লাগে,
তখন নিজেকে মানুষ ভাবতে ঘেন্না লাগে।
তখন নিজের অজান্তেই মুখ ফস্কে বেরিয়ে আসে,
শুয়োরের বাচ্চা! মানুষ মনে হয় না আমাকে?