তুমি এতো অল্পেই-
এতো বেশী কেন ব্যথিত হও?
কেন কথায় কথায় কষ্ট পাও?
তুমি যে মানুষ -এটা কেন ভুলে যাও?
সবার কাছে তুমি কেবল ভালোবাসাই পাবে,
তা কি কখনো হয়?
কেউ কেউ তোমাকে গোখরার মত ছোবলও
দিতে পারে।
কখনো প্রকাশ্য শত্রু রূপে,কখনো বা
ভালোবাসার মোড়কে মিশ্রির ছুরি রূপে।
সইতে শেখ।
তা না হলে, শুধু কষ্টই পাবে।
তোমার দুঃসময়ে সবাই আসবে সমবেদনার চাদর নিয়ে,এমন টা ভাবো কেন?
কেউ কেউ আসবে তোমাকে তামাশা বানিয়ে, স্বর্গের সুখ নিতে।
কথাটি ভুলে যেয়ো না যেন!
তুমি কারো উপকার করলে প্রতিদানে তুমি তাই ফেরত পাবে,এটা চিরন্তন নাও হতে পারে।
বরং তার দ্বারাই তুমি কখনো না কখনো বেশি ক্ষতিগ্রস্ত হবে,অপেক্ষা শুধু সময়ের।
এটা বুঝতে শেখ।
মানুষ খুব সহজেই উপকার ভুলে যায় বলেই,
কারো প্রতি খুব বেশী দিন কৃতজ্ঞ থাকতে পারে না।
কিন্তু, অপমানের ঋন সে সুধ সহ ফেরৎ দিতে বিন্দুমাত্র দেরি করে না।
এটাই মানুষের বৈশিষ্ট্য।
এটাই মনুষ্যত্ব!
মানুষের রঙ পালটানো এতো নতুন কিছু নয়।
স্বার্থ আর প্রয়োজন,
করে তোলে তোমাকে আপনজন,প্রিয়জন!
সময়টা পেরিয়ে গেলেই-
সম্পর্কটাও তখন নিষ্প্রয়োজন।
এটা জেনে রেখো।
মানুষ হিসেবে এসব সইতেই হবে তোমাকে।
এখানে সবটাই মুখ নয়,
অধিকাংশই মুখোশ।
বুঝতে শেখো,করতে শেখো আপোষ!
যে যাই বলুক-
তুমি এসেছো একা,
যাবেও একা।
বাকি টা কেবলি অভিনয়!
মানুষ!
তুমি বরাবরই একা!
বড্ড একা!
এখানে কেউ তোমার নয়।