কথা দিতে পারছিনা
আজকের পর তোমার সাথে আমার,
দেখা হবে কি না,
কথা হবে কি না।
আমি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
কত প্রতিশ্রুতি, বাঁচার জন্য কত কাকুতি মিনতি,
করে চলছি আপন মনে।
সময় আমার পক্ষে কথা বললে-
আবার  হয়তো
কথা হবে,
এক সাথে হাঁটা  হবে,
জীবনের অনেক স্বপ্নই হয়তোবা সত্যি হবে।
আর সময় যদি আমা হতে মুখ ফিরিয়ে নেয়,
হয়তো তোমার সাথে এটাই হবে
আমার শেষ কথা।
আমার বিদায়কালীন মুহূর্তটাই বা কেমন হবে সেটাও বলতে পারছিনা।
তুমি হয়তো আমাকে একটি বার দেখতে চাইবে!
কে জানে সেটাও সম্ভব হবে কিনা।
আমার অবর্তমানে,
তোমার সাথে আমার সম্পর্কটা তখন
হয়ে রবে,
কেবলি একটা গল্প।
কিন্তু
তুমিই  যে সেই গল্পের -
প্রধান চরিত্র,
এ পৃথিবী সেই বিষয়ে জানবে বড়ই অল্প।