অনেক কথা জমে আছে এ বুকে।
বলার জন্য-
মক্ষম সময়ের অপেক্ষায় থাকতে থাকতে,
আজ অবধি বলা হলো না।
বহুবার বলার সুযোগ খুঁজেছি।
কিন্তু, কাকে বলি?
তোমারই বা সময় কোথায়?
তোমার ব্যস্ততা আর অস্থিরতার কারণে,
আমি বলতে গিয়েও থেমে গেছি,
চুপ থেকেছি।
দেখতে দেখতে কেটে গেল কতগুলি -
চন্দ্র বছর!
অথচ,তোমার সময় হলো না এখনো!
একবার উঁকিও দিলে না আমার মনের ভেতর।
জমে থাকা কথার পাহাড়ে চাপা পড়ে যায়,
প্রত্যাশার অবশিষ্ট যা কিছু।
মাঝে মাঝে ভাবি,একটা জীবনে
কতটুকুই বা সময় পাওয়া যায়,
একান্ত নিজের বলে!
যে সময়টুকুতে নির্ভার হওয়া যায়,
মনের সবটুকু কথা বলে।
সব কথা হুট করে চাইলেই তো
আর বলা যায় না।
কিছু কথা বলবারও পরিবেশ থাকতে হয়।
যাকে বলছি তারও শুনবার মানসিকতা থাকতে হয়।
তবেই তো জমে উঠে কথা!
হাজারো শব্দের গলিপথে বেয়ে যখন কেউ মনের উঠোনে পা রাখে,
তখনই আঁচ করতে পারে মনের নিদারুন কষ্টে জ্বলে উঠা বারুদের উত্তাপ।
কিন্তু, এতো সময় কোথায়?
সবটুকুন সময়ই তো বিনিয়োগ করা হয়ে গেছে,
সফল হবার প্রতিযোগিতায়।
যাগ গে।
যদি কখনো তোমার সময় জোটে,
তুমি এসো!
আমার শেষ নি:শ্বাস  অবধি
আমি রইবো তোমারই অপেক্ষায়!