বিয়ান হাতে কাটুনু ঘাস,
পানিত ভিজিমুড়ি।
বাঙ্কুয়া সাজে গেনু বাজারত,
হাউক দাউক করি।
সারা দিনটায় টাপাস টুপুস,
মানসি দুনসি নাই।
ঘাস নিগি দিমেন কাখো,
সেই উপায় নাই।
বিয়ানে বেড়াসুনু পন্থা খেয়া,
তামান দিনটায় উপাস।
কিদি কিনিম খরচ পাতি,
বেচের পানুনা ঘাস।
বেইচ্ছাটারও আজি ওষুক ভাসিসে,
ছোয়াটার নাগে ফিস।
ঘাস কিনিরতো মানসিয়ে নাই,
ক্যাংকরি কি করিস?
রাইত পোয়াইলে প্যাটের চিন্তা,
উপায়তো ফের নাই।
পত্যয় যতুলা ঘাস নাগে,
ঘাসতো ওতুলা গাজায়না।
প্যাটের ভোকে করিম ভিক
হুকানো তো ফের মানাবে না।
কি কইল্লে মিটির পারিম,
ছাওয়া-ছোটর ভোক?
তুই আল্লা খোয়াসিত সোগাখে,
কেনে উপাস থসিত মোক?
কারো খাওন ড্রেনদি যাসে,
খাওয়ার মানসি নাই।
হামরা আল্লা এতো পাপী,
হামারে খাওন নাই?
(বিঃদ্রঃ রং পুরের আঞ্চলিক ভাষায় লিখিত।)