জীবন অনেক লম্বা হলে,
আমিও অনেকের মতো
প্রতিটি অভিমান,অপমান
অক্ষরে অক্ষরে সাজিয়ে রাখতাম,
ফুলদানিতে রাখা-
সৌখিন ফুল গুলোর মতো।
সুযোগ পেলেই-
সুদ সমেত ফিরিয়ে দিতাম।
কিন্তু, আমার কাছে জীবন অনেক ছোট,
অনেকটা এক রাতের ঘুমের মতো।
অথচ,এই এক রাতের ঘুমের জন্য
আয়োজন কত, কত!
তাই ভুলে যাই আমার আমিত্ব
মুছে ফেলি নিজের ভিতর -
জমে থাকা অভিমান,অপমান।
তা না হলে,
আমিও হতে পারতাম অন্যদের মতো,
সবকিছুতেই সমান সমান।
আমার কাছে জীবনের সংজ্ঞাটা -
অনেকের মতো নয়।
যেখানে জীবনকে উপলব্ধির জন্য,
প্রচন্ড স্বার্থপর হতে হয়।
দেনা-পাওনার ভিত্তিতে যে সম্পর্ক,
সেটাতে আমি কাঁচা বটে।
এ জন্য অনেক কথাও রটে।
আমার যে ভাগ্য,
লিখেছেন বিধাতা নিজ হাতে,
কোন অভিশাপ কখনো পারে কি,
তা খন্ডাতে?
পাওয়া - না পাওয়ার যোগফলে
কখনো করিনাকো জীবনের হিসাব।
হয়ে যাক যা কিছু হবার,
আমার বিরুদ্ধে যত
হিংসা- বিদ্বেষের সয়লাব।
আমার অবর্তমানে তবু -
মানুষের মনে আনন্দ জাগরিত হোক,
স্বার্থপরতার বিষ বাস্প থেকে
জীবন রক্ষা পাক,
মুখোরিত হোক চারপাশ।
ভুলে যাক এক বেমানান জীবনের গল্প।
তবু শুরু হোক ভুলে যাওয়া,
মানুষ হারতে শিখুক,ভুলতে শিখুক!
উপলব্ধিতে আসুক-
জীবন অনেক ছোট,জীবন অনেক ছোট।