আগে আমি কখনোই -
মৃত্যুকে ভয় পেতাম না।
কারণে,অকারণে মরার সাধ হতো।
মৃত্যুকে আমন্ত্রণ জানাতে,
কত ফন্দি এঁকেছি,
ঘুমের ওষুধ খেয়েছি কত কত!
ঈশ্বরের কাছে বহুবার আবেদন পাঠিয়েছি আমাকে নিয়ে যেতে।
আমার সে আবেদন,
সহস্র বছরের পথে-
আটকে আছে কোথাও।
তাইবুঝি আমি এখনো বেঁচে আছি।
কিন্তু, আমাকে এখন
আর মরতে ইচ্ছে করেনা।
আমাকে এখন বাঁচতে ইচ্ছে করে।
শুধুমাত্র একমুঠো খাবার খেয়ে হলেও,
বাঁচতে ইচ্ছে করে,
ইন্সুলিন নিয়ে, হার্টের বাইপাস করে কিংবা ক্যান্সারের বিরুদ্ধে
আজীবন লড়াই করে।
আইসিউতে লাইফ সাপোর্ট নিয়ে,
মিনিটে দশ ড্রপ স্যালাইন নিয়েও
অনেক দিন বাঁচতে ইচ্ছে করে।
বাঁচার জন্য-
কিনে রেখেছি অক্সিজেন সিলিন্ডার।
জরুরী চিকিৎসা সেবার হটলাইন নাম্বার।
এখন আমি নিয়মিত চেক-আপে যাই,
চিনি ছাড়া চা খাই।
তালিকা থেকে কবেই বাদ পড়েছে-
মাছ-মাংস,দুধ-ডিম,মিঠাই।
আত্নীয় -স্বজন কারো সাথে দেখা নাই,
কথা নাই।
সঙ্গী আমার একমাত্র অবরুদ্ধতাই।
এভাবে বেঁচে থাকা অনেক কষ্টের!
তবু আমি বাঁচতে চাই।
আমি আর একটি বার
"বেঁচে থাকার নিমিত্তে আবেদন"
ঈশ্বরের কাছে পাঠাতে চাই।
আমি যে এখন -
মাল্টিঅর্গান ফেইলরের যন্ত্রণাকে ভীষণ রকম ভয় পাই!
বুক ভরে অক্সিজেন না পাওয়াকে ভীষণ ভয় পাই।