এতোটাও কাছে এসোনা-
যতোটা কাছে আসলে,
শরীরের উষ্ণতা বেড়ে যায়।
এতোটাও কাছে এসোনা-
যতোটা কাছে আসলে,
পরিসীমার বাঁধ ভেঙ্গে যায়।
এতোটাও কাছে এসোনা-
যতোটা কাছে আসলে,
বিবেক কাজ করা বন্ধ করে দেয়।
এতোটাও কাছে এসোনা-
যতোটা কাছে আসলে,
আবেগ-সমুদ্র সাঁতরে পার হওয়া -
অসম্ভব হয়ে যায়।
এতোটাও কাছে এসোনা-
যতোটা কাছে আসলে,
ফিরে যাবার সব পথ বন্ধ হয়ে যায়।
এতোটাও কাছে এসোনা-
যতোটা কাছে আসলে,
ভালবাসা কেবল শরীরী হয়ে যায়।
ভালবাসা যদি বর্তমানের চেয়ে,
অবর্তমানে ই কাউকে বেশি না ভাবায়,
তবে তাকে কি নিখাদ বলা যায়?