একটি ভোরের অপেক্ষায় আছে সবাই।
কিন্তু, কবে আসবে সে ভোর,
কারোই জানা নাই।
আকাশ জুড়ে মেঘের ঘনঘটা,
থেমে থেমেই গর্জন।
কোথাওবা হয়ে গেল বজ্রপাত।
হ্যাঁ,তাইতো!
ওইযে শোনা যাচ্ছে,
নিপীড়িত মানুষের আর্তনাদ!
এ কিসের আভাস?
ইতোমধ্যেই মিথ্যে প্রমাণিত হয়েছে,
আবহাওয়ার সবকটি পূর্বাভাস।
আকাশে এতো মেঘ কেন?
এর আগে এতো মেঘতো জমেনি।
মেঘের ঘন, কালোয় সূর্য টা গেছে হারিয়ে।
সহসাই উঠবেতো সূর্যটা?
আসবে কি একটি প্রত্যাশিত সকাল,
মেঘের আঁধার টুকু মাড়িয়ে?