এখন আর কোলাহল ভাল লাগেনা।
ভাল লাগেনা -
অহেতুক কথা বলা কিংবা
হৈ হুল্লোড় করে পথ চলা।
এখন আর ভাল লাগেনা-
পত্রিকার পাতায় চোখ বুলানো অথবা
অজানা কারণে টিভির চ্যানেল ঘোরানো।
এখন আর মোবাইল ফোনে
কারো কল আসার অপেক্ষা থাকেনা।
কখনো কখনো মোবাইলে
আসতে থাকা কল গুলি
ধরার ইচ্ছেটাও থাকেনা।
এখন কারো প্রসংশা বা তিরস্কার
আমাকে প্রভাবিত করেনা।
একই ভাবে কোন" ভবিষ্যত "
আমাকে আর ভাবিত করেনা।
এখন ভাল লাগে-
রাতের গভীর ঘুম,
যে ঘুমে আমি আমাকেও চিনিনা,
আমি জীবিত না মৃত
সেটাও বুঝিনা।
মাঝে মাঝে মনে হয়,
কেনই বা ভাঙ্গে ঘুম?
কেন এই ঘুমটা চিরস্থায়ী হয়না?
তাহলেই তো নিজের মতো বাঁচতে,
আমাকে খুঁজতে হয়না,
নতুন কোন ঠিকানা!!