মাঝে মাঝে জীবনে একাকীত্ব থাকতে হয়।
একাকীত্ব ছাড়া নিজেকে আর সময়ই কোথায় দেয়া হয়?
চরম একাকীত্ব অনেক কিছুই শেখায়।
কাছের মানুষ যে সব সময় মনের মানুষ হয়না,
একাকীত্বের চার দেয়ালে আবদ্ধ না থাকলে বোঝা যায় না।
একাকীত্ব ছাড়া,প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলানো যায় না।
আপন চেনা যায় না,পর চেনা যায় না।
একাকীত্বের পথ বেয়েই,
খুঁজে পাওয়া যায়,নিজের অসহায়ত্ব!
চরম একাকীত্বেই বোঝা যায়,
কতোই না ঠুনকো ছিলো,
অতীতের সম্পর্কগুলো!
কতোটা মিথ্যে মায়ায় জীবন চলছিলো!
একাকীত্বের অনলে পুড়লেই,
পাওয়া যায়,জীবনের হিসাব- নিকাশ!
একাকীত্বই দেখিয়ে দেয়,
জীবনের মাঝে লুকিয়ে থাকা
চরম সর্বনাশ!