-ছিঃছিঃছিঃ!
  আগে যদি জানতাম,
  তুমি এমন;
  তাহলে কি তোমায় আমি
  বিয়ে করতাম?
-এমন সৌভাগ্য কি আমার আছে?
  তাহলেতো আমি বেঁচেই যেতাম।
-কি বললে,এই কি বললে তুমি?
-যা বলার তুমিইতো বললে,
কেবল শুনেই গেলাম আমি।
-আহা,হা,হা কি ন্যাকা!
তোমায় চিনি না আমি?
তুমি হাড়ে হাড়ে বাঁকা।
-সেওতো তোমারই দেওয়া ছ্যাঁকা।
-পোড়া কপাল আমার,
আমার মতো মেয়ে বলেই
আজ করছে তোমার সংসার।
-কিন্তু, তুমিইতো বলেছিলে,
তোমার দেখা ছেলেদের মধ্যে,
আমিই নাকি সেরা!
-তখন কি আর জানতাম,
তুমি আস্ত একটা ভেঁড়া!
-এভাবে তুমি বলতে পারলে?
- না পারার কি আছে শুনি?
  কখনো ভেবেছো
আমার স্বপ্ন গুলোর
তুমি কি হাল করলে?
না আছে charm না একটু আরাম।
-কিন্তু,আমিতো সুযোগ পেলেই
তোমায় করি সহযোগিতা।
-রাখো তোমার ওসব কথা,
জীবনটা একটা প্রতিযোগিতা।
না আছে হাত খরচ,
না আছে গয়না- গাটি,
তোমাকে বিয়ে করে
জীবনটাই আমার আমের আঁটি।
-এই কথাটা তোমার
একেবারেই খাঁটি।
আসলেই তাই,
আমার মতো লোকের
বিয়ে করাই ঠিক না
যার জীবনটা ষোলো আনাই মাটি।