জীবনে ভালো লাগারো একটা বয়স থাকে।
যখন স…ব ভালো লাগে।
হাসতে ভাল লাগে, কাউকে হাসাতে ভালো লাগে,
কখনো কখনো তো কাউকে কাঁদাতেও ভালো লাগে।
অফুরন্ত ভাল লাগা!বড় অবাক করা সেই ভালো লাগা গুলো!
তখনই নিজের অজান্তেই ,
কোথায় যেন ভুল হয়ে যায়।
ভা্লো লাগাগুলোকে একান্ত নিজের করতে গিয়ে -
সেই ভালো লাগাগুলো কোথায় যেন হারিয়ে যায়।
সব এলোমেলো হতে থাকে-
ভালো লাগাগুলোকে ফেরত আনবার অপেক্ষায়…
জীবন ডুবতে থাকে শীতের শেষ বিকেলের সুর্যের মতো,
দুর্মর হতাশায়!
নিরন্তর আপোষ আপোষ খেলা চলতে থাকে-
একটু ভাল লাগার অভিপ্রায়ে।
কিন্তু নাহ!
জীবনের দর্শন হারিয়ে যায়,সম্পর্কের বাঁধন গুলো
কেমন যেন আলগা হয়ে যায়।
জীবন কাটে কিছু মিছে মায়ায়,
কৃত্রিম ভালোবাসায়…
সীমাহীন কষ্টগুলো –
হৃদয় খাঁচায় ভেদ করে চলে যায়-
শরীরের প্রতিটি শিরায় – উপশিরায়!
জীবন তখন কেবলি
একটি ছাড়পত্রের অপেক্ষায়।