জাতীয় পতাকার সন্মানে
আমি যখন কিনা নিরব,
তখনো আমি কথা বলায় সরব।
আমার এই নিরবতা বড়ই আজব।
কারো মৃত্যুতে আমি যখন বলিঃ
"আমি শোকাহত","আমি মর্মাহত "
তখনো থাকে মিথ্যাচার,
যার প্রমাণ দেয়, আমার ব্যবহার।
নিজেকে দেশপ্রেমিকের লেবাশে
মুড়িয়ে বক্তব্য দেই জ্বালাময়ী ভাষায়,
আবার নিজের আখের গোছাতেও
ব্যস্ত আমি ষড়যন্ত্রের নেশায়।
আমার দুর্নীতি বিরোধী বক্তব্য,
নজর কাড়ে সবার।
আবার, আমার করা দুর্নীতির,
জুড়ি মেলা ভার।
দৃশ্যমান আমার কোন আয় নেই,
কেননা, সেবাই আমার ব্রত।
অথচ, আমি নিজেও জানিনা
গাড়ি, বাড়ি আর ব্যংক ব্যালান্স
আছে আমার কত!
ভাগ্যিস, সিরাজউদ্দৌলার দেশ নেই
মীর জাফরের দেশ।
খুব সহজেই আপোষ করতে পারি,
থাকতে পারি বেশ!