কেন আজ সর্বত্র বৈশিষ্ট্যহীনতা?
কেন আজ চরিত্রের দীনতা?
বড় অস্বাভাবিক ভাবে বদলে যাচ্ছে,
সমাজের বৈশিষ্ট্য।
সবকিছু বদলেই চলেছে,
নেই কিছু আর অবশিষ্ট!
বৈশিষ্ট্যহীনতায় বেঁচে আছি।
আদলে মানুষ বটে,
কর্মে, ঠিক যেন ভাগাড়ের মাছি।
চোখ আছে যদিও,
সে যে দেখতে অক্ষম,
মুখ আছে,
কিন্তু, সেও সত্য বলার মতো
নয়কো সক্ষম।
সামাজিক সম্পর্কে ফাটল,
দাম্পত্য জীবনেও শিকল।
খুব কম মানুষের মাঝে
খুঁজে পাওয়া যায় মনুষত্ব।
মানুষরূপী অমানুষের কাছে
হার মানে পশুত্ব।
জ্ঞানের ঝুলি ঝুলছে বটে,
বৃথা তবুও পাণ্ডিত্য।
আমরা কিন্তু সৎ কলমজীবি।
আর......
বাড়ী, গাড়ি আর ব্যাংক ব্যালেন্স?
সবই হয় আমাদের কলমের ঠোঁটে।
নিন্দুকেরা ঈর্ষায় জ্বলে।
আজে বাজে কথা বলে।
লাভ কি তাতে?
যে সরিষা ভূত তাড়াবে,
ভূত তো আছে ঐ সরিষাতে!
শেয়াল বেটারা চেঁচিয়ে মরে,
আমরা থাকি দুধে-ভাতে।