কখনো আমার জন্য অপেক্ষা করাটা,
তোমার নেশা ছিল!
আমার অপেক্ষায়
তুমি যখন ক্লান্ত হয়ে যেতে,
আমি ফিরে এসে শুধু বলতামঃ
তোমাকে অনেক কষ্ট দিলাম,সরি!
তুমি মৃদু হেসে বলতেঃ
ইটস্ ওকে! ইটস্ ওকে!
কখনো আমার সাথে
আমতলার নিচে বসে
গল্প করতে করতে
ক্লাসের কথা বেমালুম ভুলে যেতে।
আমার জন্মদিন আমারই মনে থাকতো না,
অথচ,তুমি ঠিকই মনে রাখতে।
তোমার সামর্থের বাইরে গিয়ে পালন করতে।
শুধু কি তাই? গত সাতদিনে আমি-
কখন কোন কাপড়ে তোমার সামনে এসেছি,
হড়হড় করে বলে দিতে।
সারাদিনে কতবার ফোনে কথা বলতে, তার হিসেব নেই!
আমি অবাক হতাম আমার প্রতি তোমার শ্রদ্ধা আর ভালবাসা দেখে।
আজও তুমি তুমিই  আছো,
আমিও আমিই আছি।
আজ আমাকে দেখার জন্য তোমাকে অপেক্ষা করতে হয়না!
কিন্তু, আমাকে আগের চোখ দিয়ে দেখার তোমার সময় হয়না।
আমার জন্মদিন তো অনেক পরের কথা,
আমার কোন প্রয়োজন ই
তোমার কাছে প্রয়োজন অনুভূত হয়না।
কতদিন তোমাতে- আমাতে প্রাণ খুলে কথা হয়না,
বলতে পারো?
আজও আমরা একি বিছানায় শুই,
তাহলে কেন মনে হয় তোমার-আমার মাঝে, এক সমুদ্র দূরত্ব?
আজ আমার পরনের কাপড় কিংবা সুগন্ধি,
তোমার মনে দাগ কাটেনা।
আমার জন্য তোমার এতোটুকু সময় জোটেনা।
আমার মাঝে মাঝে মনে হয়,
আমার জন্য যে "ভালবাসা "
তা আমারই অসতর্কতায়
চুরি হচ্ছে নাতো?