এখন আর কাউকে বলতে ইচ্ছে হয়না-
"কেমন আছো?"
কারণ, আমি জানি কেউ ভাল নেই।
এখন আর কারো কাছে সময় ভিক্ষা করিনা,
কারণ, আমি জেনে গেছি,
আমাকে তো দূরের কথা,
নিজেকে দেবার মতো সময়ই কারো নেই।
এখন আর সম্পর্কের গভীরতা নিয়ে ভাবিনা,
কারণ, আমার মনে হয়-
বেশীর ভাগ সম্পর্কই টিকে আছে,
স্বার্থ আর প্রয়োজনে।
এখন আর পথ চলতে কারো সঙ্গ কামনা করিনা।
কারণ, আমি জানি সবাই এখন নিজেকে নিয়েই ভীষণ ব্যস্ত-
প্রয়োজনে,অপ্রয়োজনে।
এখন আর ভাবিনা,
আমার দুঃসময়ে কেউ -
সহসাই আমায় করবে সহযোগিতা,
কারণ, আমি জেনে গেছি জীবন  এখন কেবলি এক চলমান প্রতিযোগিতা।
এখন আর ভাবিনা,আমার অবর্তমানে কেউ আমায় মনে রাখবে।
কারণ, আমি জেনে গেছি-
স্বার্থ আর প্রয়োজন ফুরিয়ে গেলে,
কেউ কাউকে মনে রাখেনা।