বাতাসে লাশের গন্ধ!
লোকজন হাঁটছে নাকে রুমাল দিয়ে।
আমিও পেলাম সে গন্ধ।
গন্ধে নাক যেন হয়ে যাবে বন্ধ।
নাকে ধরলাম রুমাল।
একটু খানি এগিয়ে দেখি, লোকজনের ভীড়।
ওরা বলাবলি করছে- ঐতো,ঐতো লাশ!
কারা যেন ওকে ধর্ষন করেছে,
তারপর ওকে মেরে ফেলেছে,রুদ্ধ করে শ্বাস।
কেউ কেউ বলছে, দু-তিন দিন হবে হয়তো,
কেউ বা বলছে না না কাল।
পরিস্থিতি সামাল দিতে বেচারা পুলিশ
হচ্ছে বেসামাল।
রাস্তার পাশে একটা খাল,
পুরোটাই কচুরীপানায় ভরা।
তখনও একবুক পানি তাতে,
যখন চারদিকে খরা।
ঐ পানিতেই লাশটা ভাসছে।
কেউ কেউ বিবস্ত্র মেয়েটিকে দেখে,
চেয়ে চেয়ে হাসছে।
উপর থেকে হুকুম আসেনি,
তাই ডোম বেচারা কাজে নামেনি।
আমার আর সহ্য হলোনা।
আমি চলে এলাম।
আমার দীর্ঘশ্বাসে, নিজের অজান্তেই বেরিয়ে এলো-এ কি দেশ??
পরক্ষনেই নিজেকে সামলে নিয়ে বললাম-
হবেনা কেন?
বাকি সব গোল্লায় যাক!
আমিতো আছি বেশ!!