আমার বহুদিনের একটা ইচ্ছে ছিল,
তোমায় সাথে নিয়ে একটা ছবি তুলি,
তা আর হয়ে উঠেনি।
আমার বহুদিনের একটা ইচ্ছে ছিল,
তোমার হাত ধরে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে -
সূর্যদোয় আর সূর্যাস্ত দেখবো,
সেটাও এখনো হয়ে উঠেনি।
আমার বহুদিনের একটা ইচ্ছে ছিল,
তোমার বিবাহ বার্ষিকীতে -
নজরকাড়া একটা স্বর্নের হার দিব,
চেষ্টাও করেছি অনেক কিন্তু,
সংসারের টানা-পোড়ন আর
আমার অসুস্থতার খরচ যোগাতে
সেটাও তো পারিনি।
আমি বরাবরই তোমার পছন্দের,
প্রসংশা করেছি, কিন্তু আজও
আমি তোমার পছন্দের মানুষ হিসেবে
নিজেকে গড়তে পারিনি।
নাহ,এতে তোমার কোন দোষ নেই।
এ যে আমারই ব্যর্থতা,
একান্ত নিজের বলে কিছুই করতে পারিনি।