শুনিয়াছি-
তুমি পাড়ি দিয়াছো
বহু সাগর,মহাসাগর।
এমনকি মাপিয়াছো
উহাদের জল।
কিন্তু......
কখনো কি বুঝিতে চেষ্টা করিয়াছো
কত গভীর...........  কষ্টে গড়িয়া পড়া,
এক বিন্দু চোখের জল?
হয়তো সাধারনের চোখে-
এ এমন আর কি,
জলের একটি মাত্র বিন্দু!
কিন্তু......
ভালোবাসার মাপকাঠি  দিয়া মাপিয়া দেখ,
দেখিবে-
এ যে এক বিষাদ সিন্ধু!
কত কষ্ট, কত হতাশা, কত না পাওয়া
রহিয়াছে সেইখানে।
নেহায়েত অশ্রু ভাবিয়া
তুমি উঁকিটাও দাওনি যেইখানে।
এ জলে তুমি নামিয়া দেখ একবার
যদি তোমার অন্তর না ভিজে,
তাহলে তুমি ধরিয়া নাও
জ্ঞানী, গুনী তুমি যাহাই হও মহারাজ,
মানুষ হিসাবে তুমি ষোল আনাই মিছে।