অপারগতা
-----------শামীম আশরাফী
এখন আর কবিতা লিখি না,
আর একটু বিসদে বললে বলতে হয়-
এখন আর কবিতা লিখতে পারিনা।
ভাবনাগুলো এতোটাই বিক্ষিপ্ত যে-
ওদের বশীভূত করতে পারিনা।
ভাবনার পরে ভাবনা!
কখনো কখনো মনে হয় -
কি এত ভাবি?
উত্তর খুঁজে পাইনা।
একাকিত্ব অনুভব করি বটে,
কারও সঙ্গ পেতে চাইনা।
হাতের মোবাইলের কন্টাক্ট বাটনে চেপে দেখি-
কতজনাই আমার খুব কাছের, খুব চেনা।
মাঝে মাঝে মনে হয় একটু কল দিয়ে খবর নিলে মন্দ হয়না,
পরক্ষনেই মনে হয় কি দরকার?আর কল দেওয়া হয়না।
এখন আর কারও কলের অপেক্ষাও থাকেনা।
সবাই চেনা,সবাই জানা।
কিন্তু আমার পৃথিবীটা যে এমন -
সবাই যেন অজানা,অচেনা!
অপেক্ষা শুধু একটি নতুন ঠিকানা,
যেখানে অতীত থাকবেনা,বর্তমান থাকবেনা,
থাকবেনা ভবিষ্যতের ভাবনা।