আমি নপুংসক বটে!
আমার মধ্যে যৌবন
হিসেবে যা কিছুই দেখো,
তা কেবলই আমার ঠোঁটে।
আমি তো নজরুলের সেই যুবা নই।
আমার মধ্যে সেই তেজ কই।
তাইতো শত অন্যায় দেখেও
আমি বরাবরই নির্বকার।
খুঁজিনা কখনো এসবের প্রতিকার।
আমি তো নিজেই অস্তিত্ব সংকটে।
একে একে হারাচ্ছি সব নাগরিক অধিকার।
অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল বাড়ছেই।
আর আমি বলে চলছি কী সাংঘাতিক!সর্বনাশ!
এর চেয়ে তো নেই বেশী কিছু,আমার অধিকারে।
আমিও প্রচন্ড কষ্ট পাই-
প্রতিটি হত্যা আর বলাৎকারে,নিপিড়ীতের চিৎকারে।
আমি কিছুই করতে পারিনা,পারি কেবলমাত্র -
আমার মতো নপুংসকদের মানব বন্ধনে দাঁড়াতে,
কিংবা অনাকাঙ্ক্ষিত মৃতের ছবির সামনে -
মোম বাতি জ্বালাতে।
কি আর করার?
নপুংসকদের তো কোন দল নেই,দলনেতা নেই,
ভোটাধিকার নেই,যৌবন নেই।
আমি নপুংসক বটে!
আমার মধ্যে যৌবন হিসেবে যা কিছুই দেখো,
তা কেবলই আমার ঠোঁটে।