আমি নির্লজ্জ তাই,
জন সমালোচনায়
আমার কোন প্রতিক্রিয়া নাই।
আমি গোঁয়ার,মূর্খ, ছাগল সম,
তাই তো মানুষের আবেগ বুঝি নাই।
আসলে আমার কোন দোষ নাই।
ক্ষমতায় থাকলে সব কিছুই রঙ্গিন মনে হয়,
জনতাকে মনে হয় গরু-ছাগল,নয়তো পাগল,
একারনেই যা মনে চায়,বলে যাই।
কখনো ধরা খেলে আবার ক্ষমাও চাই।
পরক্ষনেই আবার ভুলে যাই।
এটা কেন হয় জানেন?
আমি নির্লজ্জ তাই।
পোশাক আর পদবীতে আমি এগিয়েছি বুহদূর,
কিন্তু আমার স্বভাবটা আজো বদলায় নাই।
এখনো আমি নির্লজ্জ তাই।
আমি তো আর একা না,
কত মন্ত্রী,আমলা, পুলিশ, আছে আমার দলে।
কাজেই কি লাভ আমাকে কটূ কথা বলে?
তাছাড়া আমার দেশের রাজনীতিটাও কি,
"সংখ্যালঘু ভাল মানুষ " দিয়ে চলে?
অনেকেই আমাকে পদত্যাগ করতে বলে।
আরে ভাই, এতো আবেগ দিয়ে কি রাজনীতি চলে?
আমিতো এসেছি ক্ষমতায়,
ছলে, বলে, কৌশলে।
ওরা বলুক, যা বলে।
এতো বড় দেশ, পোকামাকড়ের মতো মানুষ,
দু-চার শ,তো রোজ মরতেই পারে।
কি আর করার?
অদৃষ্ট কি আর কেউ আটকাতে পারে?
ভোটের রাজনীতি আছে যতদিন,
আমার মত মূর্খরা হবে না বিলীন।