আমি কি এখনো মানুষ আছি?
পুরোপুরি মানুষ না হোক,
সত্যিকারের মানুষ বলতে যা বোঝায় তার কাছাকাছি?
মানুষের অবয়ব তো ঠিকই আছে, শরীরে রক্ত আছে,মাংস আছে,হৃদপিণ্ডটাও হয়নি বিকল!
তাহলে আমার মন্যুষত্বের অনুভূতির কি হলো?
যেন অনুভূতির দুয়ারে কেউ দিয়েছে তালা।
"নীতি আর নৈতিকতা "
সবটাই যেন সমান, বলা আর না বলা!
কেবল নিজের জন্যই বাঁচা ,নিজের সুখই খোঁজা
খুবই অবাক লাগে,যখন দেখি -
আমি অশ্রুর ভাষা বুঝিনা,ক্ষুধার্থের জ্বালা বুঝিনা,
সম্পর্কের মর্ম বুঝিনা,অন্যের অধিকার বুঝিনা!
আমি কেবল আমারটা বুঝি,শুধুই আমার টা!
ঠিক যেমন বনের হিংস্র প্রাণীটার স্বভাব,
অনেকটা তার মতই ইতর।
মন্যুষত্বের অনুভূতিটা এখন কেবলি প্রাণহীন পাথর।
তবুও আমি এখনো আমাকে মানুষ বলি,
কেন বলি?
আমি কি এখনো মানুষ আছি?