আমি এখন প্রায়শঃই আমার মুখোমুখি হই।
আমি একা নই ,
মুখোমুখি হয় আমার অতীত,আমার বর্তমান।
এদের পেছনেই অস্পষ্ট ভবিষ্যত দণ্ডায়মান।
আমার অতীত বলে আমাকে চিনতে পাও?
আমি বলি ,না আমি তোমায় চিনি না!
তুমি চলে যাও।
অতীত বলে, বেশ,যাচ্ছি তবে,
একটা প্রশ্নের উত্তর দেবে?
আমাকে ভেবে এখনো কেন কষ্ট পাও,
দীর্ঘশ্বাস ফেলো?
আমি বলি,আমি ওসব কিচ্ছু জানিনা,তুমি চলে যাও।
আতীত বলে,বেশ যাচ্ছি । তবে,
তোমার বর্তমানের মুখোশ আমায় খুলে দাও।
বর্তমান বলে, তবে কি তুমি আমাতে সুখী নও?
কখনো কি ভেবে দেখেছো-
তুমি কোথায় ছিলে, এখন তুমি কোথায়?
তবে কেন ভূগছো নিদারুন হতাশায়?
চুপ থেকোনা উত্তর দাও।
ভবিষ্যত বলে-
আমি আগেই বলেছিলাম,
জীবনটা তোমার এমনই হবে?
আমি বলি-
আচ্ছা বল দেখি তোমার সাথে আমার,
ঠিক দেখা হয়েছিলো কবে?
"আমদের মধ্য থেকে তোমাকে-
অবশ্যই বেছে নিতে হব;
কাকে তোমার প্রয়োজন,
অতীত, বর্তমান নাকি ভবিষ্যত ?"
আমি ভাবি ঈষৎ !
তারপর……
মনে হলো-
উত্তর দেওয়াটা নিছক মিছে, অবান্তর।